
গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামীলীগ, কমিউনিষ্ট পার্টি ,বিএনপি,অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীসহ আজ বুধবার শেষ দিন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, বিএনপির আবদুর রশিদ সরকার, বিএনপি’র খন্দকার আহাদ আহম্মেদ, মাহমুদুন্নবী টিটুল, কমিউনিস্ট পার্টির (বামজোট) মিহির ঘোষ, ইসলামী ঐক্যজোটের মাওলানা যুবায়ের আহাম্মদ, ইসলামী আন্দোলনের আল মামুন, এনপিপির জিয়া জামান খান, স্বতন্ত্র হাফিজুর রহমান সরদার, স্বতন্ত্র ওয়াহেদ মুরাদ, স্বতন্ত্র রেজাউল করিম বাবলু।