
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বহিরাগত কোনো প্রার্থীকে মনোনয়ন না দেয়ার দাবি জানিয়েছে সাঘাটা উপজেলা বিএনপি। আজ শনিবার গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। তিনি তাঁর বক্তব্যে উলে¬খ করেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বহিরাগত একজন প্রার্থী মনোনয়নের জন্য বিএনপির হাইকমান্ডের নিকট তদবির-দৌড়ঝাঁপ শুরু করেছেন। তিনি বিভিন্নভাবে তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি।
আওয়ামী কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির ওই নেতার এমন চেষ্টার কারণে অসন্তোষ দেখা দিয়েছে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীর মধ্যে। সাঘাটা উপজেলায় বিএনপির অনেক ত্যাগী নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে দলের জন্য আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে নির্যাতিত হয়েছেন। দলের দু:সময়ে নির্যাতিত কর্মীদের পাশে থেকে যারা দলকে এগিয়ে নিয়ে গেছেন সেই ত্যাগী মনোনয়ন প্রত্যাশীদের বাদ দিয়ে বহিরাগত কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে কোনো মতেই তা মেনে নেবেন না দলীয় নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ তুলিপ, ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তোফায়েল আহম্মেদ, সহ-সভাপতি মতলুবর রহমান রেজা, ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এইচএম সোলায়মান শেখ, সাঘাটা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর কবীর মিঠু, সাঘাটা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনাউল মন্ডল, সহ-সভাপতি হাজী ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ মিলন, জেলা শাখার মহিলা বিষয়ক সহসম্পাদক মুনমুন রহমান, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার প্রমুখ।