
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রেজাউল করিম (২৮) কে গ্রেফতার করেছে।
আজ ২১ নভেম্বর অনুমানিক বেলা ৩ টা ১০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর উপজেলা ১২ নং কামারজানী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কড়াইবাড়ী এলাকা হইতে ১৬০ পিস ইয়াবাসহ ১। রেজাউল করিম (২৮) কে আটক করে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত রেজাউল করিম (২৮) সদর উপজেলার মোল্লাচর কড়াইবাড়ী গ্রামের আতোয়ার রহমানের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক চৌষট্টি হাজার টাকা।গ্রেফতারকৃত রেজাউলের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।