
‘জাগিয়া উঠিল প্রাণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় সোমবার গাইবান্ধা পৌরপার্কের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় বেসরকারী সংগঠন এসকেএস ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মীর ফোকাল পারর্সন মাহফুজ ফারুকের সভাপতিত্বে সাঁতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আশরাফ আলী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শম্পা দেব এবং খেলাটি পরিচালনা করেন আকরাম হোসেন।
২শ মিটার এ সাঁতার প্রতিযোগিতায় মোট ৩০ জন যুবক অংশ নেয়।

পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও মেডেল পড়িয়ে দেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া ও পৌর মেয়র এ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।