
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রোববার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেককাটা। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, জেলা যুবলীগ নেতা রেজাউল করিম ভুট্টো, খন্দকার তানভীর রায়হান তুহিন, ইমাম হাসান সোহেল, খান মো. আমীর হোসেন সোহেল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুনার রশীদ হারুন, শহর যুবলীগের আহ্বায়ক শাহনেওয়াজ পলাশ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম পলাশ ও রকি দেব, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার প্রমুখ।