
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্ত্বাবধানে আজ শনিবার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।
পরিবার পরিকল্পনা বিভাগের গাইবান্ধা উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবু হানিফ, গাইবান্ধা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: আফসারি খানন, ডা: সেকেন্দার আলী প্রমুখ। অনুষ্ঠানে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সেবা ও প্রচার সপ্তাহে মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অবহিত করা এবং সেবাদানকারি প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের উপর আরো গুরুত্ব দেয়া হয়।