
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ বুধবার গাইবান্ধার ১ সুন্দরগঞ্জ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্য দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ আসন মনোনয়নপত্র জমাদানকারীরা হলো- জাতীয় পার্টির (এ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ঐক্যফ্রন্টের ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক সরকার, নাগরিক ঐক্যের গোলাম আহসান হাবিব মাসুদ, ইসলামী আন্দোলনের আশরাফুল ইসলাম খন্দকার, গণফ্রন্টের শরিফুল ইসলাম, গণফোরামের আবুল বাশার মো: শরিতুল্যাহ, বামজোটের গোলাম রব্বানী শাহ, স্বতন্ত্র আফরুজা বারী, স্বতন্ত্র এমদাদুল হক নাদিম, স্বতন্ত্র এবিএম মিজানুর রহমান, স্বতন্ত্র মহসীন আলী, স্বতন্ত্র মাজেদুর রহমান, স্বতন্ত্র কর্ণেল (অব.) আব্দুল কাদের খান, স্বতন্ত্র আব্দুর রহমান, স্বতন্ত্র জয়নাল আবেদীন সাদা, স্বতন্ত্র হাফিজুর রহমান সর্দার।