
গাইবান্ধা জেলার সদর উপজেলার তুলশিঘাটে নাসিরুল ইসলাম নাজমুল ও কাজী আনোয়ারুল কাদির ইমরান নামের দুই ভুয়া ডাক্তারকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে তুলশিঘাট বন্দর এলাকায় নিজ নিজ চেম্বারে রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ার সময় হাতে নাতে তাদের আটক করা হয়।
আটকৃত ভূয়া ডাক্তার নাজমুল পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের মৃত সুজাউল ইসলামের ছেলে এবং ইমরান তুলশিঘাট গ্রামের আব্দুল আলীর ছেলে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা সাংবাদিকদের জানান, ‘এমবিবিএস পাশ না করে কেউ প্রেসক্রিপশনে ডা. লিখতে পারেন না। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নিজ নিজ চেম্বারে বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে প্রেসক্রিপশনে ডা. লিখে বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আজ এক অভিযান চালিয়ে চেম্বার থেকে তাদের আটক করা হয়। এসময় তারা কোনো সনদ দেখাতে পারেননি। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রত্যেককে ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং পরে পুলিশ কারাদন্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করে।