
কক্সবাজার শহরের হোটেল সাগরগাঁও থেকে জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমউল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হোটেলের তিনতলার ৩১৬ নাম্বার কক্ষের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের শহর জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোটেলটি জিএম রহিমউল্লাহর শশুরের মালিকানাধিন। সোমবার রাতে জিএম রহিমউল্লাহ ঐ হোটেলের ৩১৬ নাম্বার রুমে ঘুমাতে যান। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি ঘুম থেকে না উঠায় স্বজনেরা হোটেলের দরজা ভেঙ্গে জি এম রহিমউল্লাহকে মৃত অবস্থায় পায়।
ধারণা করা হচ্ছে রাতে ঘুমের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।