
২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সারা দেশব্যাপী শুরু হয়েছে নির্বাচনী প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারণের কার্যক্রম । এরই অংশ হিসাবে নির্বাচন কমিশন ইসির নির্দেশনা মোতাবেক গোবিন্দগঞ্জ আজ শনিবার বিকালে থেকে উপজেলা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যৌথ উদ্দোগে শুরু হয়েছে পোষ্টার, ব্যানার, ফেষ্টুন, সহ সকল নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রম।
এই কার্যক্রমে অংশ নেয়া উপজেলা নিবার্হী কর্মকতা রামকৃষ্ণ বর্মন, সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষনা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর মধ্য রাতের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন ইসি।নির্বাচনি প্রচার সামগ্রী যে মাধ্যম বা যে ধরনি হোক তা অপসারণের জন্য নির্দেশ এসেছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সবাই মিলে দলমত নির্বিশেষে ঘুরে ঘুরে নির্বাচনি প্রচারণা অপসারন করছি।ওসি একেএম মেহেদী হাসান বলেন, আমরা এককভাবে পদক্ষেপ নিচ্ছিনা৷ ৷ সমুন্নত ভাবে পদক্ষেপ নিচ্ছি। আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তির সাথে কথা বলেছি নিজ উদ্দোগে তারা যেন অপসারণ করেন। সে সাথে আমরা নিজেরাও অপসারণে নেমেছি। উক্ত নির্বাচনি প্রচারণা অপসারণ কোথাও বাদ পড়লে প্রশাসনকে তার তথ্য দিয়ে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল বলেছেন, আমাদের উপজেলা পৌর শহরকে পরিষ্কার রাখতে হলে এসব অপসারণ করতে হবে।এ সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহিন আকন্দ,থানা এস আই নাজমুল ইসলাম,সেকেন্ড অফিসার হাফিজ,এসআই কালাম,এসআই আশুতোষ, উপজেলা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিগণ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।