
ডিনার শেষে ভাবিকে নিয়ে বের হচ্ছিলেন ঈশান। মাঝে পাপ্পারাজ্জিদের অনুরোধে ক্যামেরার সামনে পোজও দেন মীরা রাজপুত ও তার দেবর ঈশান খট্টর। ছবি তোলা শেষে মীরার পিঠে হাত দেওয়ার সময়ই ঈশানের হাতটি সরিয়ে নেন শহীদ কাপুরের স্ত্রী।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মা নীলিমা আজিম ও সহোদর ঈশানসহ এক বাড়িতেই থাকেন শহীদ কাপুর। মাঝে মধ্যে ঈশানের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তার ভাবি মীরাকে। সম্প্রতি ঈশানকে নিয়ে ডিনারে গিয়েছিলেন মীরা। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়েন তারা। এ সময় ক্যামেরার সামনে পোজও দেন তারা।
পরে গাড়িতে ওঠার সময় ফের ঈশান তার ভাবির পিঠে হাত দিতে গেলে সেই হাত সরিয়ে চেপে ধরেন মীরা। পর মুহূর্তেই গাড়িতে ওঠার সময় ঈশানের হাত ছেড়ে পিছনের সিটে উঠে পড়েন তিনি। এরপরই ঈশান ওঠেন সামনের সিটে।
তবে ভিডিওতে যদিও মীরাকে আপত্তিকরভাবে স্পর্শ করার বিষয়টি বোঝা যাচ্ছিলো না। ঈশান পোজ দেওয়ার জন্যই মীরার পিঠে হাত দিয়েছিলেন। তবে ঈশানের স্পর্শ যে মীরার পছন্দ হয়নি তা স্পষ্ট।