
সুন্দরগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৭ জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ সোলেমান আলী এ অর্থদণ্ডের রায় দেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এনায়েত কবির কাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তিস্তা নদীতে অবৈধভাবে মা ইলিশ নিধন করার সময় ৭ জেলেকে আটক করেন।
আটককৃতরা হচ্ছেন, ভাটিকাপাশিয়া গ্রামের মোসলেম আলীর ছেলে মোহাম্মদ আলী ও মাহে আলম, ধনির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন, আমজাদ হোসেনের ছেলে এনামুল হক, আব্দুল মান্নানের ছেলে রেজা, আবু বক্করের ছেলে মকবুল হোসেন, লালচামার গ্রামের নির্জাত আলীর ছেলে আতোয়ার রহমান। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিজনের ৫হাজার করে টাকা জরিমানা করেন।