
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্য বিয়ে নিরোধ ও জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ ৯ অক্টোবর মঙ্গলবার সকালে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি’র নেতৃত্বে একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা কৃষি অফিসার- কৃষিবিদ রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা- রূপালী রাণী, উপাধক্ষ্য নাসরীন সুলতানা, শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।