
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগান রেখে উপজেলা চত্বরের মাঠে উপজেলা প্রশাসনের অায়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর সকালে র্যালী অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন জেলা প্রসাশক গৌতম চন্দ্র পাল। অাজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সব জেলায় তিনি এ মেলার উদ্বোধন করেন।
এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রনালয় , স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয় , স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় , স্বাস্থ্য মন্ত্রণালয়,পল্লী বিদ্যুৎ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের স্টলে কর্মকাণ্ড প্রদর্শন করেন। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে স্বাংকৃতিক অনুষ্টানসহ ও সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে এবং তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাস- ঐতিহ্য ও অা’লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড।
পরে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রহিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ।
এসময় তিনি বলেন, আমি যে খানেই থাকি গাইবান্ধার মানুষকে মনে রাখবো। আমি গাইবান্ধা জেলার ঐতিহ্যকে ধরে রাখতে “স্বাদে ভরা রসমঞ্জুরীর ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ” এই স্লোগানটি অাজীবন অম্লান হয়ে থাকবে গাইবান্ধা বাসীর। আমি চেষ্টা করেছি কর্মকর্তা-কর্মচারী,সাধারণ জনগন ও স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দুর কাছ থেকে ভালোবাসা দিয়ে এবং নিয়ে কর্মজীবনে পরিচালনা করতে। আমি সব চেয়ে
বেশি এসেছি আপনাদের সাদুল্লাপুরে, কর্মময় জীবনে প্রতিটি ইউনিয়নে সেবা দেওয়ার চেষ্টা করেছি,এই জেলায় আমার অনেক অভিজ্ঞতা আমার কর্মময় জীবনে বা চলার পথে স্মৃতি হিসাবে থাকবে। তিনি সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ছামসুল হক, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহরিয়া খাঁন( বিপ্লব) সাদুল্লাপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল কায়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান আক্তার বানু লাকি মুক্তিযোদ্ধা সাবেক
কমান্ডার মেছের উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা,চেয়ারম্যান এজেট এম সাজেদুল ইসলাম স্বাধীন, সাংবাদিক শাহজাহান সোহেল প্রমূখ।
সভাপতির সমাপনি বক্তব্যর অাগে বিদায়ি জেলা প্রসাশককে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা পরিষদ এবং ১১ ইউপির চেয়ারম্যানসহ ইউপির সচিবগন ফুলের শুভেচ্ছা গিভ্ট প্রদান করেন।