
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান উৎযাপিত হয়। উপজেলা খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাদুল্লাপুরের অায়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়। ” ঘরের ইঁদুর মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য।” এই প্রতি পাদ্যেকে সামনে রেখে আজ মঙ্গলবার উপজেলা চত্বর থেকে প্রধান প্রধান সড়কে র্যালীটি প্রদক্ষিণ করে।
পরে উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রহিমা থাতুন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আকতার বানু সিন্টু লাকী,ইঁদুর নিধন সম্পর্কে স্বাগত রাখেন জনাব মোঃ খাজানুর রহমান।অারো বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজামান মনির, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ অাক্তার,মৎস্য কর্তকর্তা, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আঃ মতিন সরকার, প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত