
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সিকে গতকাল সোমবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহার বাজার এলাকায় গাইবান্ধা-সাদুল্যাপুর সড়ক থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে । তার বিরুদ্ধে সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। এর আগেও সাইদুর রহমান মুন্সি অপর এক মামলায় গ্রেফতার হয়েছিলেন। তিনি জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত।