
সমাজ পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রচার অভিযান ২০১৮ উপলক্ষে দেশ আমার ,দায়িত্ব আমার.সমাজ পরিবর্তনে শিক্ষার্থী এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের রসুলপুর ইউনিয়নের জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ ১৫ অক্টোবর সোমবার অত্র বিদ্যালয়ের সভাপতি আনিছুজ্জামান বাদশা সরকারের সভাপতিত্বে সন্ত্রাস ,জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধমূলক প্রচার অভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র সোহান,অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতাউর রহমান,হুমায়ন কবির সাজু, রসুলপুর উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র নাহিদ,সাগর, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকির হোসেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিব মন্ডল প্রমুখ। এসময় অত্র এলাকার সর্বস্তরের জনগণসহ শিক শিার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা , দেশে সন্ত্রাস ,জঙ্গিবাদ,মাদক ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে তুলে ধরে উপস্থিত জনগণের সামনে বক্তব্য রাখেন ও এসব বিষয় থেকে বিরত থাকতে ও রাখতে সকলকে শপথ করান।