
‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো গাইবান্ধার সাদুল্যাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে পালিত হয়েছে। সাদুল্যাপুর উপজেলার প্রশাসন ও নিসচা, সাদুল্যাপুর শাখার আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
আজ ২২ অক্টোবর সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে একটি র্যালী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাদুল্যাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন, উপজেলা পরিষদ চেয়াম্যান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান ও নিসচা’র উপদেষ্টা আকতার বানু লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, থানার ওসি বোরহান উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, নিসচা’র উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও স্কুল (ভোকঃ) ল্যাব এ্যাসিটেন্ট আব্দুল খালেক প্রমূখ।
শেষে সড়ক দুর্ঘটনাররোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।