
গাইবান্ধার সাদুল্যাপুরে চাতালের বয়লার বিস্ফোরণে এক কলেজ ছাত্রীর মৃত্যু ও দুই চাতাল শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল ২৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টার দিকে সাদুল্যাপুর উপজেলা শহরের পশ্চিম পাড়া এলাকার আলী হোসেনের চাতালে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনার আতঙ্কে এদিন দুপুরে চাতাল মালিক আলী হোসেন মৃত্যুবরণ করেছে। নিহত কলেজ ছাত্রীর নাম শারমিন খাতুন (১৭)। সে উপজেলা শহরের পশ্চিম পাড়ার শফিকুল ইসলামের মেয়ে ও জয়েনপুর আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। এ ঘটনায় দগ্ধ ফুলমিয়া ও উজ্জল নামের দুই চাতাল শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চাচা তুহিন ড্রাইভার এ তথ্য নিশ্চিত করে , বাড়ির পাশে আলী হোসেনের চাতালের টিউবয়েলে মঙ্গলবার সকালে কাপড় পরিস্কার করতে যায় শারমিন। এ সময় চাতালের ধান সিদ্ধ করা বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে শারমিনের পুরো শরীর ঝলসে যায়। পরে তাকে রংপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। স্থানীয়রা জানান, সকালে বিকট শব্দে বয়লার বিস্ফোরণে চাতালের প্রাচীর ভেঙ্গে যাওয়াসহ আশপাশের ঘরবাড়ির অনেক ক্ষতিসাধন হয়েছে।
ওই চাতালে অনভিজ্ঞ কর্মচারীর কারনে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এদিকে জামালপুর ইউপি সদস্য সাইদুর রহমান জানান, চাতাল মালিক আলী হাসান (৭০) বার্ধক্যজনিত কারনে বেশ কয়েকদিন ধরে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি। মঙ্গলবার সকালে ওই ছাত্রীর নিহত হওয়ার খবর পায় আলী হোসেন। দুুপরের দিকে চিকিৎসাধীন অবস্থায় আলী হোসেন মারা যায়। চাতালের দুর্ঘটনার আতঙ্কে আলী হোসেন মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।