
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বড় দাউদপুর গ্রামের রাসেল সরকার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৮ অক্টোবর বৃহস্পতিবার ১৮ অক্টোবর দুপুরে ওই এলাকার গড়েয়ার বিল সংলগ্ন এলাকার কলাবাগান থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের খুশি সরকারের ছেলে রাসেল সরকার। গত দুইদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে ওই কলাবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুুলিশে খবর দেয়া হলে দুপুরের দিকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাসেলের গলায় শ^াসরুদ্ধ চিহ্ণ ও শরীরের বিভিন্ন স্থানে ফোঁড়না দিয়ে খোঁচানোর দাগ দেখা গেছে বলে জানান তারা। নিহতের পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, রাসেল সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে ।