
সাঘাটা উপজেলার বিভিন্ন বিল এলাকায় অভিযান চালিয়ে সাঘাটা থানা পুলিশ আজ রবিবার (৭ অক্টোবর) শিকারীদের নিকট থেকে শিকার করা শতাধিক অতিথি পাখি উদ্ধার করেছে।
জানাগেছে, প্রতি বছরের ন্যায় শীত শুরুর আগেই এবারো সাঘাটা উপজেলার বিভিন্ন খালে বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে অতিথি পাখি। সন্ধ্যা নামলেই গাছে গাছে পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এসব এলাকা। আর এ সুযোগেই সৌখিন ও পেশাদার পাখি শিকারীরা বন্দুক, বিষটোপ ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন শুরু করে। অতিথি পাখি শিকার আইনগত ভাবে নিষিদ্ধ থাকলে শিকারীরা তা মানছেন না। তারা আইনের প্রতি তোয়াক্কা না করে শিকার চালিয়ে যাচ্ছে ।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় পাখি শিকারীরা এবারও হাসিলাকান্দি বিল এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বকসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি শিকার করার সময় আমরা অভিযান চালাই এবং শতাধিক পাখি উদ্ধার করে থানায় নিয়ে এসে অবমুক্ত করি।
তিনি আরও জানান, এলাকায় পাখি নিধন প্রতিরোধে পুলিশের অভিযান চলছে। পরবর্তীতে কেহ পাখি শিকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।