
গাইবান্ধা জেলার সাঘাটায় আলোচিত আরিফ হত্যা মামলার রহস্য উদঘটন করে মুল আসমীদের গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ ।
তথ্য প্রযুক্তির মাধ্যেমে আরিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাদত হোসেন ও সাঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান দীর্ঘ দুই মাস পরে এই মামলার মুল আসমী আব্দুল হাইকে গোবিন্দগঞ্জ থেকে এবং রাফি ও আলামিনকে বগুড়া জেলার ধুনট থেকে গ্রেফতার করে । তাদের কাছ থেকে আরিফের মোবাইল ফোন ও গামছা উদ্ধার করা হয় ।


সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান । এ সময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান , সাঘাটা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মিজানুর রহমান ও এসআই সাহাদত হোসেনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
আরিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাদত হোসেন জানান, ব্যবস্যায়ী লেন-দেনের জেরেই আরিফের বন্ধু আব্দুল হাই গত ২০ আগষ্ট রাতে বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনের রেল ইয়ার্ডে পরিত্যাক্ত রেল লাইনের উপর ইলেক্ট্রনিক ব্যবস্যায়ী আরিফকে পরিকল্পিত ভাবে মোবাইলে ডেকে এনে তার অপর বন্ধু রাফি ও আল আমিনকে সাথে গামছা দিয়ে গলায় পেচিয়ে শ্বাষ রোধ করে হত্যা করে বলে আসামীরা স্বাকীরোক্তি দিয়েছেন ।