
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে সাঘাটা থানাধীন বোনারপাড়া এলাকা হতে ২৯ পিস ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ি সুমন মিয়া (১৯) কে গ্রেফতার করেছে । ৩০ অক্টোবর মঙ্গলবার রাত্রী অনুমানিক ১১ টা ৩৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন বোনারপাড়া এলাকা হতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন ইয়াবা ব্যবসায়ি ১। সুমন মিয়া (১৯) কে ২৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ইয়াবা সহ গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ি ১। সুমন মিয়া (১৯) গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ গ্রামের খলিলুর রহমানের ছেলে।
নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য ১১৬০০/= টাকা। আসামী লতিফের বিরুদ্ধে গাইবান্ধা সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর হয়েছে।