
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে ১৯৭১ সালের ২৪ অক্টোবর পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধে ১২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ‘ত্রিমোহনী ঘাট যুদ্ধে’ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আজ ২৪ অক্টোবর বুধবার সকালে দলদলিয়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব সামছুল আলম। আরও অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আফতাব হোসেন দুদু, নাজিম উদ্দিন, আব্দুল জলিল তোতা, আবু বক্কর সিদ্দিক, আজাহার আলী, নাজমুল হুদা দুদু, আব্দুল হামিদ সরকার বাবু, শাহ মো. মোখলেছুর রহমান, নাছিরুল আলম স্বপন, দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য,একাত্তরের এ দিনে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার অদূরে ত্রিমোহনী ঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৬ ঘণ্টাব্যাপী সম্মুখযুদ্ধে শহীদ হন ১২ মুক্তিযোদ্ধা আর ২৩ পাকিস্তানি সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। স্থানীয়দের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয় দলদলিয়া গ্রামে।
শহীদ মুক্তিযোদ্ধারা হলেন- ফুলছড়ির শহিদুল্লাহ, হাবিবুর রহমান, সাঘাটার আনছার আলী, আ. হাই, লালমনিরহাটের হাতিবান্ধার আহম্মদ আলী, প্রভাত চন্দ্র, ভরত চন্দ্র, বোঁচারাম দাস, ধনঞ্জয়, গাইবান্ধা সদরের হামিদুল হক মধু, পাবনার আ. হাই এবং হাবিবুর রহমান।