
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, ‘দেশের বিরুদ্ধে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় ত্যাগের অঙ্গীকার নিয়ে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবলীগই বড় শক্তি। আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের যে কোনো অপচেষ্টা যুবলীগকে প্রতিহত করতে হবে’।
আজ ৩ অক্টোবর বুধবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ির খিদির শরীফ আল ওয়াহেদী উচ্চ বিদ্যালয় মাঠে মালিবাড়ি ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ গিনি এমপি বলেন, ‘উৎসবের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে যুবলীগের সম্মেলন অনুষ্ঠান অত্যন্ত আনন্দদায়ক। এর মাধ্যমে তৃণমূল থেকে নেতৃত্ব সৃষ্টি হবে’।
মালিবাড়ি ইউনিয়ন যুবলীগের বর্ণাঢ্য সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু বক্কর কাজল, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ হারুন ও মো. মুকুল মিয়া, মালিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম খুশি। মালিবাড়ি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. মেহেদী হাসান মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মালিবাড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান সবুজ ও গোলাম রব্বানী মিলন।
সম্মেলনে অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা।
সম্মেলনের উদ্বোধক জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন তাঁর বক্তব্যে বলেন, ‘কোনো বিভেদ নয়, যুবলীগকে নির্বাচনী মাঠে থাকতে হবে’। শেখ হাসিনার নৌকার জন্য যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনের প্রধান বক্তা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব বলেন, ‘সম্মেলনের মাধ্যমে তৃণমূল যুবলীগকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে যুবলীগকে ভূমিকা রাখতে হবে।দেশকে এগিয়ে নিতে হলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ এগিয়ে যায়। বিএনপি ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুটপাট হয়, দেশ পিছিয়ে যায়’।