
শিশুর শৈশব কৈশর ধ্বংসকারী পিইসি পরীা বাতিলের দাবিতে আজ বুধবার গাইবান্ধা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, মাসুদা আকতার প্রমুখ। বক্তারা পিইসি পরীা বাতিল, প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদপে গ্রহণ, স্কুলে স্কুলে কোচিং বাণিজ্য বন্ধ করে শিা প্রতিষ্ঠানকে শিার মূল কেন্দ্রে পরিণত করার দাবিও জানান। সেইসাথে বক্তারা শিায় সকল স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশেরও দাবি জানান।