
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ অক্টোবর বুধবার বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা পৌর শাখার সভাপতি ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাগীর কবির মিলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌর শহীদ মিনার চত্বরে পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র শাহ মাসুদ জাহাগীর কবির মিলনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এমারুল হাসান সাবিন,সাগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ হাসান জসিম,যুবলীগ জেলা সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিব প্রমুখ।এসময় বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকসহ সহযোগী সগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।