
ফরমায়েশি রায় দেওয়া হয়েছে, খালেদা জিয়া ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রায় ঘোষণার পর এর প্রতিক্রিয়ায় নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরাতেই এই রায় দেয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসাথে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ট্রাস্টের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।