
মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা মিয়া
পীরগঞ্জ, (রংপুর) প্রতিনিধিঃ রংপুর পীরগঞ্জে টেলিফিল্ম নাটকের অন্তরালে চলছে অশ্লীল ছবি। বিপদ গামী হচ্ছে কলেজ পড়–য়া ছাত্র/ছাত্রী এদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। এলাকা ঘুরে জানা গেছে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বাশপুকুরিয়া গ্রামের মজনু মিয়ার পুত্র সোহেল রানা (৩০) স্থানীয় খালাশপীর বাজারের রানা স্টুডিও বসিয়ে এর অন্তরালে এসব টেলিফিল্ম নাটকের নামে মুভি, প্রমুভী দেখিয়ে গ্রামে সহজ সরল মেয়েকে এই পেশায় নিয়ে এসে তাদের দারা এইসব অসামজিক কার্যকলাপ দীর্ঘ্য দিন ধরে চালিয়ে আসছে। রানা স্টুডিও এর স্বত্তাধিকারী সোহেল রানার কাছে এই বিষয় জানার জন্য তার স্টুডিওতে গেলে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ওই স্টুডিও কর্মচারী শুভ মিয়া জানান তিনি বাসায় আছে। বাসায় গিয়ে সোহেল রানার বাসায় গিয়েও পাওয়া যায় নাই। সোহেল রানা নাম মাত্রই স্টুডিও এর অন্তরালে নিজেকে একজন প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী। সে মাদক সেবন করেন এবং বিক্রয় করেন। স্থায়ী প্রশাসন এসব বন্ধে যেন কোন ভুমিকায় রাখছেন না। সে লোকচক্ষুর অন্তরাল থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অনেকে এই সব তথ্য নিশ্চিত করেন। এই মাদকের আড়ালের টাকার কারণে সে বেপরোয়া হয়ে উঠতি বয়সের ছেলে মেয়েকে ম্যানেজ করে এইসব অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে সবার ধারণা। কারণ তার স্টুডিওতে ছবি উঠানোর মতো কোন পরিবেশ নেই ছোট্ট একটি রুম। পার্শ্বে রানার পিতার সুতার দোকান। তাই এলাকাবাসী তদন্তের মাধ্যমে অপকর্ম বন্ধে প্রশাসনের সংশ্লিষ্ট কৃর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। উক্ত বিষয়ে গত ১২/০৫/১৮ইং উক্ত গ্রামের জনৈক ব্যক্তি ডিসি অফিসে একটি লিখিত অভিযোগ প্রেরণ করেন এবং উক্ত বিষয়ে সরেজমিনে খোজ খবর নিয়ে জানা যায় সোহেল রানা বর্তমানেও তার অশ্লীল টেলিফিল্ম পীরগঞ্জের বাহিরে থেকে কাজ করছেন বলে এলাকাবাসী জানান।