
নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর সংসদীয় কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সচিবালয় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকলীন মন্ত্রীসভায় খুব বেশি পরিবর্তন হবে না তবে আকার কিছুটা ছোট হতে পারে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে করছে। মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে সংঘাতের উস্কানি দিচ্ছে।
ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজধানীর উত্তরা থেকে সোমবার রাতে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত অপরাধের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে আমাদের কিছু বলার নেই।
এর আগে সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে নাকচ করে দিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা দাবী অবাস্তব ও অপ্রয়োজনীয়। কাজেই তাদের এ ধরনের দাবি মানারও কোনো যৌক্তিকতা নেই। নির্বাচনের আগে সংলাপের সময়ও হাতে নেই।
কাদের বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অবাস্তব, অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সংলাপে বসতে হবে। সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে। নির্বাচন কমিশন (ইসি) মোটামুটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নির্বাচনের আগে আর বেশি সময় হাতে নেই। এ অল্প সময়ের মধ্যে সংলাপ করার মতো যেমন পর্যাপ্ত সময় নেই, তেমনি সংলাপের বাস্তব কোনো কারণও নেই।সূত্র-আরটিএনএন