
‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে আজ সোমবার গাইবান্ধায় জেলা পর্যায়ের কর্মসূচীর অংশ হিসেবে শহরে বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে র্র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেএ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, অ্যাডভোকেট জিএসম আলমগীর, গোলাম মোস্তফা, আব্দুস সালাম, আশরাফ আলী প্রমুখ।