
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের নির্মমভাবে অত্যাচার করে জবানবন্দি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই গায়েবি মামলায় বিএনপি নেতাদের জড়ানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিকভাবে তারেক রহমান সাহেব, পিন্টু সাহেবকে এখানে জড়িয়ে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের জড়িয়েছে।
চক্রান্তের অংশ হিসেবে সরকার দেশের বিচারবিভাগকে নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘গ্রেনেড হামলা মামলার আসামিদের নির্মমভাবে অত্যাচার করে জবানবন্দি নেওয়া হয়েছে।’