
চট্টগ্রামের পাঠানটুলি গায়েবি মসজিদ এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। দুজনকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।
মঙ্গলবার ওই বাসা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামের ডবলমুরিং থানার পরিদর্শক জহির।
নিহত দুজন হলেন হোসনে আরা (৫০) ও তার মেয়ে পারভীন (১৮)। মা-মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল থেকে পুলিশ পরিদর্শক জহির হোসেন বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।