
গাইবান্ধার পুলিশ সুপার সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নিদের্শে, গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী এক অভিযান চালিয়ে গতকাল ২২ অক্টোবর রাত ১১.৩০ ঘটিকায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিষপুকুর গ্রাম হতে ৩৫৫ পিস ইয়াবা সহ পেশাদার ইয়াবা ব্যবসায়ী আাতাউরকে গ্রেফতার করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আবু নেওয়াজ ও আশুতোষ গতকাল রাতে এক অভিযান চালিয়ে বিডিয়ার হতে চাকিরিচুত্য পেশাদার মাদক ব্যাবসায়ী আতাউরকে আটক করেছে।
আসামী আতাউর গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাংগা বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান আরও জানায় আসামি আতাউর মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আরো ২ টি মাদকের মামলা আদালতে বিচারাধীন আছেন।
অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,
উদ্ধার কৃত ইয়াবার মূল্য ১ লক্ষ ৪২ হাজার টাকা।আসামির বিরুদ্ধে থানায় আরও ১টি মামলা রুজু হয়েছে।