
গাইবান্ধা গোবিন্দগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ২২বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে।
১ সেপ্টেম্বর রাত অনুমানিক ৮ টা ২৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ পুলিশের একটি টিম এস, আই শাহিনুর সঙ্গীসহ মাদক বিরোধী অভিযানে পৌরসভার ভাঙ্গাব্রীজ সংলগ্ন খলসী স্থানে গাড়ী তল্লাসী কালে সিএনজি ভিতর থেকে ২২ বোতল ফেন্সিডিল সহ খায়রুল ইসলাম (২৩) গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত উপজেলার কামদিয়া ইউনিয়নের বাজারস্থ ছাত্র আড়ালে সে মাদক ব্যবসা করে আসছিল।
পুলিশের হাতে গ্রেফতার কৃত কামদিয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।
এখবর নিশ্চিত করেন ওসি মজিবুর রহমান জানান,উদ্ধারকৃত ২২ বোতল ফেন্সিডিল মূল্য ২২হাজার টাকা। গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।