
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস-সিএনজি সংঘর্ষে আব্দুর রহমান (৫৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। নিহত আব্দুর রহমান গোবিন্দগঞ্জ পৌর শহরের মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রীজ এলাকায় রংপুরগামী এ্যানা পরিবহন ঢাকা মেট্রো –ব ১৪-৭৮৯০এর সাথে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক আহত হয়।পরে প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার করে হাসপাতালে নিলে সিএনজি চালকের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক এ্যানা পরিবহনের বাসটিকে আটক করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।গোবিন্দগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।