
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত বিএনপি-জামায়াত নেতাকর্মী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার পান্থাপাড়া গ্রামের বাসিন্দা মাহিদুর রহমান রনক (৪৩), বুজরোক বোয়ালিয়া (প্রধানপাড়া) পৌর ছাত্র দলের আহবায়ক আব্দুল মতিন মিয়া (৩৪), চক সিংহ ডাঙ্গা গ্রামের বাসিন্দা মিলন প্রধান (৩৬), দরবস্ত (খামারপাড়া) গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম (২৮), নাছিরাবাদ গ্রামের বাসিন্দা আমির হোসেন (৫৭), মাকলাইন গ্রামের বাসিন্দা (জাকির হোসেন(২৯) ও দরবস্ত (খামারপাড়া) গ্রামের বাসিন্দা উজ্জল ইসলাম (২৫)।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানায়, গ্রেফতারকৃত সাতজনের মধ্যে উজ্জল ইসলাম স্থানীয় জামায়াতের কর্মী। অপর ছয়জন বিএনপির নেতাকর্মী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।