
গাইবান্ধার গোবিন্দগঞ্জ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ি আটক করছে র্র্যাব।
রংপুর – গাইবান্ধা মহাসড়কে একটি পিক-আপ গাড়ী থেকে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব, এসময় পিক-আপটি জব্দ করে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ সনাক্তকরণ, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব শুরু থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণকারী, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ এর ব্যাটালিয়ন সদর ও ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, গাইবান্ধা এর একটি আভিযানিক দল যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ অক্টোবর বুধবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ফাঁসিতলা এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর-গাইবান্ধা বিশ্বরোডে ফাঁসিতলা নামক স্থানে একটি নীল রংয়ের দেড় টনি পিকআপ যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো নং-১৫-৬১০৩ আটক করে।
এই পিকআপে থাকা মাদক ব্যবসায়ীরা হলো দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পলিপাড়ার মৃত মতিউর রহমান ছেলে ১। মোঃ আজাদ মিয়া (৪০), মোসলেম উদ্দিনের ছেলে ২। মোঃ আতাউর রহমান (১৮), পিতা-মোঃ মোসলেম উদ্দিন ছেলে ৩। মোঃ আমিনুল ইসলাম (৩৬),রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দাড়িকামারী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। আটককৃতদের’কে জিজ্ঞাসা বাদ করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পিকআপের পাটাতনের নিচে সেটিং করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় রাখা অবৈধ মাদকদ্রব্য ৪০০(চারশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ইহা ছাড়াও মাদক ব্যবসার কাজে ব্যবহত তাদের হেফাজতে থাকা ৪ টি মোবাইল ও উক্ত পিকআপটি জব্দ করে তাদের ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলামত সহ গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।