
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান পিপিএম এর নিদের্শে এ,এস আই শওকত সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌর এলাকার বটতলীর নিজ বাসা হইতে মাদক সম্রাট আশরাফুল কে ৫৫ পিচ ইয়াবা সহ তার সহযোগী জামিল শেখ কে ০১. গ্রাম হিরোইন সহ গ্রেফতার করেছে থানা পুলিশ । গতকাল শুক্রবার রাত সাড়ে আটার দিকে নিজ বাড়ী হতে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায় , ইয়াবা সহ গ্রেফতার আশরাফুল (৪৫) পৌর সভাধীন সোনারায় গ্রামের সোলেয়মানের ছেলে । আশরাফুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ১৪টি মাদকের মামলা রয়েছে। একই গ্রামের জয়নাল শেখের ছেলে ২। জামিল শেখ (৩৫)।