
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা সহ একাধিক মামলার আসামি কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী বিপুল(৩১) গ্রেফতার করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই হাবিবের নেতৃত্বে এএসআই তরুণ,এএসআই আনিস ও সঙ্গীয় ফোর্স ২৮ অক্টোবর সন্ধ্যায় অনুমনিক ৮.৩০ মিনিটের সময় গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড এর বোয়ালিয়া এলাকার গাইবান্ধা মোড় এ অভিযান চালিয়ে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী আসামি বিপুল(৩১) কে ২১৫ পিস সহ গ্রেফতার করে।
ইয়াবা সহ গ্রেফতারকৃত কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী বিপুল(৩১) গোবিন্দগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মন্তাজের মিয়ার ছেলে ।
এখবর নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,উদ্ধার কৃত ইয়াবার মূল্য ৯৪ হাজার ৫ শত টাকা। গ্রেফতারকৃত কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী বিপুলের বিরুদ্ধে ৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উল্লেখ্য যে আসামি বিপুলের পুরা পরিবার মাদক ব্যবসার সহিত জড়িত। তাকে ধরতে গেলে পুরা পরিবার পুলিশ কে হেনস্তা করার চেষ্টা করে। এ বিষয় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার রুজু করা হয়েছে।