
গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমিনুর জামান রিংকুর সমর্থনে আজ ৯ অক্টোবর মঙ্গলবার গাইবান্ধা জেলা শহরে শো ডাউন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আমিনুর জামান রিংকু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন।
আমিনুর জামান রিংকু তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়নের রূপকার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।