
আজ ২৩ অক্টোবর বিকাল অনুমানিক ৬ ঘটিকার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম সদর থানাধীন ৭নং বল্লমঝার ইউনিয়নের যুদ্ধকরিশিং এলাকা হইতে অভিযান চালিয়ে (০৬) জন জুয়ারু যথাক্রমে ১। সাখাওয়াত (৩০)পিতা মৃতঃআব্দুল হোসেন ২। শামিম মিয়া (২৭) পিতা মোঃ শহিদুল ইসলাম ৩। সবুজ মিয়া (৩৫) পিতাঃ মোঃ রুহুল আমিন ৪। শহিদুল ইসলাম (৪৪)পিতাঃ মৃতঃ শামছুল মিয়া মোঃ(৩৬)পিতা মোঃ দুলু ম সাং শিমুলবাড়ী ৫। মজনু মিয়া (২৭)পিতা মৃতঃ আঃ জলিল সর্ব সাং যুদ্ধকরিশিং ৬। খাজা মিয়া (৩০)পিতাঃ মৃতঃ বজরা সাং দক্ষিন ধান ঘরা সর্ব থানা ও জেলাঃগাইবান্ধাদের কে খেলারত অবস্থায় আটক করে।
ডিবির ওসি মজিবুর রহমান জানান,
পরবর্তীতে আসামীদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জনাব বীর আমির হামজা প্রত্যকের ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।