
নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে অপমানকারি ঐক্যফ্রন্ট নেতা, নব্য জামায়াত নেতা, সাংবাদিক হত্যাকারী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
গাইবান্ধা মহিলা আওয়ামী লীগ জেলা শাখার আহবায়ক অধ্যাপিকা ফিরোজা বেগমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা যুগ্ম আহবায়ক মাহমুদা বেগম পারুল, রিজিয়া আকতার বিউটি, রওশন আরা বেগম মুক্তি, সেলিনা আকতার বানু রিনা, মিনু রাণী মহন্ত, ঝুমা আকতার, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, মাহফুজা বেগম পপি প্রমুখ।
মঈনুল গ্রেপ্তার হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, শুধু গ্রেপ্তার করলেই হবেনা, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ মঈনুল হোসেন শুধু একজন নারী সাংবাদিককে অশালীন কথা বলেননি, এর মধ্য দিয়ে পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে।