
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপে সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপে ও অংশগ্রহণমুলক নির্বাচন অনুষ্ঠানের দাবীতে আজ ৩ অক্টোবর বুধবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে গণজমায়েত অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, কৃষক দল জেলা সভাপতি ইলিয়াস হোসেন, যুবল জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, ছাত্রদল জেলা সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীব, জাহেদুন্নবী তিমু, ডিউক চৌধুরী, আবু আলা মওদুদ, শামসুল ইসলাম শামসুল, হুনান হক্কানী, আবু বক্কর সিদ্দিক স্বপন প্রমুখ। বক্তারা প্রত্যেকেই অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন। শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রেরণ করেন।