
গাইবান্ধায় ‘বঙ্গবন্ধু পরিষদ’ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা আজ ৮ অক্টোবর
সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ব্রিজ রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় সিনিয়র সদস্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা ডা. শাহ্ মো. ইয়াকুব-উল আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন শাখার সভাপতি গোলাম মোর্তজা হানিফ, সাধারণ সম্পাদক এ্যাড. ফিরোজ কবির গুঞ্জন, জেলা শাখার সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সদস্য আমিনুল ইসলাম ডিউক ও আসাদুর রহমান হাসু প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার রকি দেব। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু পরিষদ’ গাইবান্ধা জেলা শাখার নব-নির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।