
নিউটন প্রিপারেটরী স্কুলের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষা/১৮ উপলক্ষে আজ শনিবার বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম বুলুর সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা জেলা সংবাদদাতা সরকার মো. শহিদুজ্জামান, বিটিভি জেলা সংবাদদাতা আবেদুর রহমান স্বপন, পৌরসভার মহিলা কাউন্সিলর লাকি সুলতানা, অধ্যক্ষ সুকমল সরকার লিটন, উপাধ্যক্ষ কৃষ্ণ চন্দ সরকার, অভিভাবক খোদেজা বেগম প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা তাঁর বক্তব্যে বলেন, ছাত্রছাত্রীকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরকে মানসম্মত শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। পরে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়।