
নাশকতার ষরযন্ত্রের অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ান জামাতের আমীর ও ইউ পি সদস্য রাজু মিয়া কিনু মেম্বার (৪৫) ও শিবির কর্মি রুপক মিয়া(২৭) কে গতরাতে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত জামাতের আমীর রাজু মিয়া কিনু মেম্বার সদর উপজেলার আনালের তারি গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে, ভবানীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ২। শিবির কর্মী রুপক মিয়া।
নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতারের খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেন সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার।