
আজ ১২ অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসন, গাইবান্ধা, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় গাইবান্ধা সরকারি শিশু পরিবার বালিকা এতিমখানায় এই বিনোদনমূলক খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমী ও ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা।
ক বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বালিকাদের বিস্কুট দৌড় ও খ বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বালিশ বর্জন খেলায় প্রায় ৫০ জন নিবাসী শিশু অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, শিশু পরিবার বালিকা এর উপ-তত্বাবধায়ক মো. তমিজুল ইসলাম, এনসিটিএফ এর সদস্যবৃন্দ ও জেলা ভলান্টিয়ারদ্বয়।