
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলা’ এর রায়ের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বুধবার রায় ঘোষনার পর গাইবান্ধায় জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল হাই, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী তিমু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল সরকার খোকন, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া জিম, মহিলা দলের দিলরুবা পারভীন ঝর্না, মুনমুন রহমান, জেসমিন আকতার তমা, লাইলী বেগম প্রমুখ।
বক্তারা গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য বিএনপি নেতাদের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদ জানান এবং তাদের মুক্তির দাবি করেন।