
টি-টোয়েন্টি সিরিজে বড় হারের ক্ষত নিয়ে ওয়ানডেতে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ওয়ানডেতে দেখা গেল অন্য চেহারা। খাদিজা তুল কুবরার রেকর্ড গড়া বোলিং পাকিস্তানকে আটকে রাখল একশর নীচে। দারুণ জয়ে বাংলাদেশ সিরিজ।
একমাত্র ওয়ানডেতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল বাংলাদেশ।
কক্সবাজারে সোমবার পাকিস্তানি মেয়েদের ৯৪ রানেই বেঁধে ফেলে বাংলাদেশ। রান তাড়ায় জয় এসেছে ২১ ওভার বাকি থাকতেই।
এর আগে সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় পাকিস্তান। শুরুটাও শুভ করেন অতিথিরা। মাত্র ১ উইকেট হারিয়েই স্কোর বোর্ডে ৫০ রান তোলেন তারা। এরপরই পথ হারায় পাকিস্তান। মাত্র ৯৪ রানেই অলআউট হয়ে যায় জাভেরিয়া খান বাহিনী।
পাকিস্তানকে এত অল্প রানে গুঁড়িয়ে দেয়ার নেপথ্য কারিগর খাদিজা তুল কুবরা। তার স্পিন বিষে নীল হয় সফরকারীরা। তিনি ২০ রান খরচায় একাই নেন ৬ উইকেট। ডানহাতি অফস্পিনারের এটি ক্যারিয়ারসেরা বোলিং। বাংলাদেশ নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসেও সেরা বোলিং ফিগার।
১৫তম ওভারে নিজের হয়ে প্রথম আঘাত হানেন খাদিজা। বাকি সময় তার স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়ে পড়ে পাকিস্তান। কোনোভাবেই ওর স্পিন ভেলকি পড়তে পারেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৯৪ রান তুলতেই গুটিয়ে যায় তারা। শেষ ৫ উইকেট হারায় মাত্র ১০ রানে।
৯.৫ ওভারে এক মেইডেনসহ ২০ রান খরচায় ৬ উইকেট নেন খাদিজা। এটি তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। এছাড়া রুমানা আহমেদ ২, জাহানারা আলম ও লতা মন্ডল নেন ১টি করে উইকেট।